হোম > সারা দেশ > কুষ্টিয়া

চাকা না ঘুরলে তাদের খাবার জুটে না

প্রতিনিধি, ইবি (কুষ্টিয়া) 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। আপাতত ৫ তারিখ পর্যন্ত হলেও পরিস্থিতি বিবেচনায় সরকার লকডাউন বাড়ালেও বাড়াতে পারে। সর্বাত্মক লকডাউনে কিছু পেশা একেবারেই থেমে গেছে। ফলে পেশাজীবী মানুষদের জনজীবন এখন টালমাটাল অবস্থায়।

ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় বিষণ্ন মনে বসে আছেন কয়েকজন ড্রাইভার। কথা হয় তাদের সঙ্গে। তাদের প্রত্যেকের সংসারে টানাপোড়েনের লেগেই থাকে। গাড়ির চাকা ঘুরলেই কেবল তাদের দুবেলা খাবারের ব্যবস্থা হয়। করোনা তাদের আহারটুকু কেড়ে নেওয়ার সব রকম আয়োজন সম্পন্ন করে রেখেছে। তাইতো তাদের চোখেমুখে হতাশার ছাপ।

ভ্যান চালক আবুল বলেন, আমার ঘরে নেই খাবার। পাঁচজনের সংসারে ইনকাম করার কেউ নাই। আমি একাই কাজ করি। যা পাই সবাইকে নিয়ে কোনোরকম খেয়ে বেঁচে আছি। গাড়ি না চালাতে পারলে খাব কীভাবে ভেবে পাচ্ছি না। ধারদেনা করে চলছি টুকটাক করে। সরকার এত কিছু দেয় আমরাতো কিছুই পাই না। 

আরেক অটোচালক মিজান বলেন, একটু ভালো রোজগারের আশায় ধার দেনা করে একটা অটোরিকশা কিনি। সংসার চালাতে হয় নানা কায়দায়। রোজ কামাই করি রোজ খাই। লকডাউনে এখন খাবারের জন্য টাকা কোথায় পাব। দুবেলা খাবারে জোগাতে হলে বাইরে বের না হওয়া ছাড়া আমার বিকল্প পথ নেই। 

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার