হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবির ছাত্রের বিরুদ্ধে সাবেক ছাত্রীকে হেনস্তার অভিযোগ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রের বিরুদ্ধে সাবেক এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় ঘটনাটি ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী নুসরাত জাহান কেয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত সাখাওয়াত হোসেন নিলয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার হারুণ ওর রশীদের ছেলে। 

অভিযোগপত্রে বলা হয়, ‘আমি ও আমার হাসবেন্ড (স্বামী) অভিযুক্ত নিলয়ের বাইকের গতি বেশি থাকায় ইউর্টান নেওয়ার শেষ পর্যায়ে আমাদের গাড়ির সামনে চলে আসে এবং দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। তবে আমাদের গাড়ি তৎক্ষণাৎ ব্রেক করায় দুর্ঘটনার হয়নি। পরে নিলয় ছুটে এসে আমাদের গাড়ির চাবি কেড়ে নেয়। লোকজন জড়ো হলে গাড়ির চাবি দিয়ে চলে যায়। কিছু দূর এগিয়ে গেলে আবারও আমাদের গাড়ির সামনে এসে ঝামেলা শুরু করে নিলয়। 

এ সময় নিলয় বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন এবং বাইকের ক্ষতিপূরণ দাবি করেন। নিলয় বাবার পরিচয় দিয়ে বলেন, ‘পালিয়ে যাচ্ছিস কেন? আমার বাইকের ক্ষতিপূরণ দিয়ে যাবি। আমি ইবির ছাত্র। আমার বাবা ইবির ডেপুটি রেজিস্ট্রার, ক্ষতিপূরণ না দিলে এখান থেকে যেতে দেব না।’ পরে কাছের একটি সার্ভিসিং সেন্টারে গিয়ে বাইকের ক্ষতি হয়েছে দাবি করে আমার স্বামীর থেকে সাড়ে ৩ হাজার টাকা নেন।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন নিলয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের গাড়ির আঘাতে আমার বাইক ক্ষতিগ্রস্ত হয়। তারা পালায়া যেতে চায়। তখন আমি ওনাদের গাড়ি থামাই এবং একটু খারাপ ব্যবহার করি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু অভিযোগে কর্মকর্তার নাম সংশ্লিষ্ট রয়েছে, তাই প্রশাসনের নির্দেশনা আসলে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা