হোম > সারা দেশ > খুলনা

গ্রামবাসীর সহযোগিতায় দাকোপে রক্ষা করা হলো লক্ষ্মীখোলা বাঁধ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে গ্রামবাসীর সহযোগিতায় রক্ষা করা হলো লক্ষ্মীখোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাঁধ। নদীর পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে হঠাৎ করে লক্ষীখোলা ওয়াপদা রাস্তাটি নদী গর্ভে ধসে পড়ে। দুই দুইবার ভেঙে যাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় পাউবো বেড়িবাঁধটি আটকাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, গত ১৮ অক্টোবর মধ্য রাতে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে উপজেলার পাউবোর ৩১ নম্বর পোল্ডারের পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা ওয়াপদা বেড়ি বাঁধটি নদী গর্ভে বিলীন হয়। ১৯ অক্টোবর শনিবার দুপুরে ভাটায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাউবোর নেতৃত্বে ভাঙনে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব ব্যাগসহ অন্যান্য মালামাল ফেলে রাতেই বাঁধটি আটকাতে সক্ষম হয়।

তবে বাঁধটি আটকানোর ৬ ঘণ্টা যেতে না যেতেই শনিবার রাতে পুনরায় ভদ্রা নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে যায়। পানিতে প্লাবিত হয় শত শত বাড়ি। ২১ অক্টোবর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাঁধটি আটকাতে সক্ষম হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, দ্রুত টেকসই বেড়িবাঁধ না দিলে আবারও যেকোনো সময় নদী ভাঙনে বিলুপ্ত হতে পারে রাস্তাটি।

দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পাউবোর বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার নদীর পানিতে কৃষকের কয়েক’শ একর জমির রোপা আমনের খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুজয় কুমার কর্মকার জানিয়েছেন, পাউবোর বাঁধে প্রয়োজনীয় বালু ভর্তি টিউব, সিনথেক ও জিও ব্যাগ ফেলে বর্তমানে পানি ঢোকা বন্ধ করে বাঁধটি আটকানো সম্ভব হয়েছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত