হোম > সারা দেশ > খুলনা

নাশকতার মামলায় চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এ সময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যেতে যান বলে আদালত সূত্র জানায়।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এঁদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’ 

বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার