মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশিকুল ইসলাম কল্যাণপুর মাঠের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ইটভাটার কাছে পৌঁছালে ওত পেতে থাকা চারজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে হাত বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায়। অন্য দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে রাস্তায় ছেড়ে দিয়ে তারাও পালিয়ে যায়। ঘটনা শোনার পর লোকজন মাঠে জমা হয়।
আশিকুল ইসলামের বাবা রফিকুল ইসলাম দফাদার বলেন, ‘আমার ছেলে পেশায় মাটি ব্যবসায়ী। সামবার সকালে সে মোটরসাইকেলে মাটি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করে। তাদের মধ্যে দুজন বেঁধে রাখে। বাকি দুজন মোটরসাইকেল নিয়ে গন্তব্যে পৌঁছানোর পর তাদের ফোন দেয়। এ সময় ওই দুজন আশিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কাউছার আলী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ছিনতাইকারী দলের সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করার লক্ষ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।