হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

নিহত মুন্না ফকির। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে পৃথক দুটি দুর্ঘটনায় একজন গ্যারেজ মিস্ত্রি ও একজন কাঁচামাল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে অল্প সময়ের ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে গ্যারেজ মিস্ত্রি মো. মুন্না ফকির (১৯) এবং বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের আফরা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে কাঁচামাল বিক্রেতা হাদিয়ার শেখ (৫৩)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের আট্টাকীর মেগনিশতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন মুন্না ফকির। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে সকাল ১০টার দিকে উপজেলার আট্টাকী ঘোষপাড়া এলাকায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে মারা যান হাদিয়ার শেখ। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি আশুতোষ ঘোষের একটি আমগাছে উঠে ফল সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ করে গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান।

স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ