হোম > সারা দেশ > খুলনা

ইটভাটার পরিত্যক্ত ঘরে মিলল হকারের অর্ধগলিত মরদেহ

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি নামক ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মানিক মিয়া (৫৮) স্থানীয় মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ৩টার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামের এক কৃষক খেতে কাজ করতে যান। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ শনাক্ত করেন। 

পুলিশ আরও জানায়, ইটভাটার মৌসুম না থাকায় শ্রমিকেরা ওই ঘরটি ব্যবহার করতেন না। ঘরটি পরিত্যক্ত ছিল। 

মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তাঁর বাবা পেশা একজন হকার। বিভিন্ন অঞ্চলে হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে ১০ দিন আগে মোবাইল ফোনে জানান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তাঁর বাবা। 

এর আগেও দেরি করে বাড়ি আসার ঘটনা ছিল বলে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানান তিনি। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে