হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে জামাতার ছুরিকাঘাতে চাচাশ্বশুর খুনের অভিযোগ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচাশ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে কাথুলী ইউনিয়নের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন (৪৪) গাড়াবাড়িয়া স্কুলপাড়ার মৃত লেকছার আলীর ছেলে। অভিযুক্ত জামাই সবুজ আহমেদ একই উপজেলার ষোলটাকা গ্রামের ময়নাল আলীর ছেলে।

নিহতের ভাই ইমদাদুল হক বলেন, ‘বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। এ সময় জামাই সবুজ ভোররাতে বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ইলিয়াস হোসেন পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। এরপর পেটে ছুরি দিয়ে আঘাত করলে ভুঁড়ি বের হয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ঘাতক সবুজ আহমেদের শ্যালক আবু আব্দুল্লাহ বলেন, ‘বোনের জামাই মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন সময় টাকা চেয়ে থাকে। টাকা না দিলে অত্যাচার-নির্যাতন করে আমার বোনকে। তিন দিন আগে বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে আসে। বোনকে নিয়ে যাওয়ার অজুহাতে গতকাল রাতে আমাদের বাড়ি আসে সবুজ। ভোররাতে কথা-কাটাকাটির একপর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে আমার চাচাকে হত্যা করে সবুজ। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই।’

কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জিনারুল ইসলাম বলেন, ‘সবুজ ভোররাতে শ্বশুরবাড়ি আসে। সে একজন মাদকাসক্ত। গতকাল রাতেও সে মাদকাসক্ত অবস্থায় ছিল। সে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তার কাছে থাকা ছুরি দিয়ে চাচাশ্বশুর ইলিয়াস হোসেনকে জখম করে। গুরুতর আহত ইলিয়াস হোসেনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক সবুজকে পরিবার ও স্থানীয়রা আটক করে একটি ঘরের মধ্যে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী