হোম > সারা দেশ > খুলনা

খুলনা ও বরিশালে ফলাফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক খুলনা থেকে 

খুলনা সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরশেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইভিএম নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো রিটার্নিং কর্মকর্তার কাছে তারা লিখিতভাবে কিছু বলেনি।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী মাওলানা/// আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখার ভোট নৌকায় চলে গেছে। সেটি নিয়ে আমরা প্রিজাইডিং কর্মকর্তাকে লিখিত দিয়েছি। সেটির সত্যতা আছে। এ ছাড়া আরও অনেকগুলো কেন্দ্রে ইভিএম নিয়ে এমন সমস্যা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ফলাফল প্রত্যাখ্যান করা হচ্ছে। এটি কেন্দ্রের সিদ্ধান্ত।’

তবে এর কিছু আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র খুলনায় নাসিরউদ্দিন জানিয়েছিলেন, তাঁরা ফলাফল প্রত্যাখ্যান করবেন না। অবশ্য পরবর্তী সময় তিনি জানান, ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে এবং রাত ৮টায় তাঁরা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদমারী কমপ্লেক্সে ব্রিফ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সেখান থেকে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দলের আমির সৈয়দ রেজাউল করীম।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক