হোম > সারা দেশ > খুলনা

স্বামী হত্যা মামলার বাদী স্ত্রী গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে চা বিক্রেতা মনিরুজ্জামান জিল্লু (৪৫) হত্যা মামলার বাদী তাঁর স্ত্রী সখিনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গত ২১ মার্চ রাত থেকে উপজেলার কাটাখালী বাজারের চা বিক্রেতা আড়ুয়া গ্রামের মনিরুজ্জামান জিল্লুর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন ২২ মার্চ ওই গ্রামের একটি বাঁশবাগানের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিল্লুর স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।

ওই হত্যাকাণ্ডের পর কেশবপুর থানা-পুলিশ ও যশোর ডিবি পুলিশ তদন্তে নামে। যশোর ডিবি পুলিশ চা বিক্রেতা জিল্লুর স্ত্রী সখিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সখিনা বেগম তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কেশবপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরাচাঁদ দাস বলেন, মনিরুজ্জামান জিল্লু হত্যা মামলার বাদী তাঁর স্ত্রী সখিনা বেগম জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ মামলার বাদী তাঁর স্ত্রী এখন হত্যা মামলার আসামি। হত্যার সঙ্গে কোনো পরকীয়ার বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে শনিবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার