হোম > সারা দেশ > বাগেরহাট

নিখোঁজদের আশা ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান বন্ধ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় কয়লা বোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ হওয়াদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনজন। গতকাল মঙ্গলবার বিকেলে ডুবন্ত বাল্কহেডের ইঞ্জিন রুম থেকে গ্রীজার নুর ইসলাম ও সন্ধ্যায় সুকানী মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরিরা। এদিকে বাকি তিনজনের মরদেহের আশা ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করেছেন সংশ্লিষ্টরা। 

ওই দুজনের মরদেহ মঙ্গলবার রাতে থানা-পুলিশে হস্তান্তর করার পর তাঁদের ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার উপপরিদর্শক বিশ্বজিৎ মুখার্জি। 

স্থানীয় ডুবুরি দলের প্রতিনিধি মো. আবুল কালাম বলেন, দুজনের মরদেহ মঙ্গলবার বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন রুম ছাড়া বাল্কহেডের অন্য কোথাও ঢোকার সুযোগ নেই। কারণ বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটির ব্রিজ ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। সেখানে ঢুকে তল্লাশি চালানোর কোন সুযোগ নেই। তাই উদ্ধার কাজ স্থগিত করেছে মালিক পক্ষ। এ ছাড়া বাকি নিখোঁজদের মরদেহ বাল্কহেডের ভেতরে আছে নাকি দুর্ঘটনার রাতে স্রোতের টানে ভেসে গেছে তাও নিশ্চিত নয়। 

পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাল্কহেড মালিক ফজলুল হক খোকন বলেন, আমি মূলত মানিক নামের এক ব্যক্তির কাছে বাল্কহেডটি ভাড়া দিয়েছি। তাঁর কাছে ভাড়ায় থাকা অবস্থাতে এ দুর্ঘটনা ঘটেছে। তারপরও বাল্কহেডটি উত্তোলনে সবচেয়ে বড় এবং দক্ষ ডুবুরি দল ভাড়া করা হয়েছে। আশা করছি বৃহস্পতিবার থেকে কয়লা অপসারণের কাজ শুরু করতে পারব। 

দুর্ঘটনার পর দুদিন অতিবাহিত হওয়ায় কোস্টগার্ড তাদের উদ্ধার তৎপরতা বন্ধ রেখেছেন। তবে ওই এলাকায় তাদের টহল থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বাল্কহেড উত্তোলন ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য মালিক পক্ষ আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে। এখন তারা তাদের মতো  কাজ করবেন। বাল্কহেড ডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বাল্কহেড সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার