হোম > সারা দেশ > খুলনা

বিরোধী নেতা-কর্মীদের ধরপাকড় নয়, অভিযোগ বা ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানিমূলকভাবে আটকের অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া পুলিশ কাউকে আটক করছে না।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় বেড়েছে, এমন অভিযোগ সত্য নয়। পুলিশের কাছে যাদের নামে অভিযোগ কিংবা ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করছে। এটা পুলিশের নিয়মিত কাজ।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। কেউ যদি সন্ত্রাসবাদ করে, যেমন ২০১৪ সালে আমরা দেখেছি, সেগুলো জবাব জনগণই দেবে।’

আন্দোলনের সময় পুরানো মামলা হাতিয়ার হিসাবে বিরোধীদলের নেতাকর্মীর ওপর ব্যবহার হচ্ছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশ্নেই আসে না। মামলা মিথ্যা কি না সেটা পুলিশ তদন্ত করে দেখে। আমরা মনে করি ঘটনা ঘটলেই মামলা হয়, না ঘটলে তো মামলা হয় না।’

এরপর দুপুরে মাগুরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য ভোট ছাড়া, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা প্রভুদের কাছে ধরনা দিচ্ছে তারা কি করে আমরা দেখি। নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তারা (বিএনপি) বিশ্বের প্রভুদের নিকট ঘুরে বেড়াচ্ছে।’

কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার সৃষ্টি উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, ২০০১ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। তখনকার সরকার (বিএনপি) বলে যে কমিউনিটি ক্লিনিক নাকি শেখ হাসিনার ভোট ব্যাংক। এজন্য তারা বন্ধ করে দেয়।

তিনি বলেন, ‘আমরা বলি শেখ হাসিনার ভোট ব্যাংক দেশের জনগণ। কমিউনিটি ক্লিনিক আবারও চালু করে এই আওয়ামী লীগ সরকার। এর সুবিধা পাচ্ছে মানুষ। গড় আয়ু বেড়েছে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে।’

সারা দেশে সরকারের নানা উন্নয়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের আয় বেড়েছে। সেই সঙ্গে জীবনযাপনে অনেক আধুনিকতা এসেছে। এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

উন্নয়ন জনসভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা