হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনা ইউনিটে ৩ মাসের শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম। 

মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা। 

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুটি সেফটি সেমিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিল এবং সেই সঙ্গে করোনা পজিটিভ ছিল। বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল। 

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮শ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মৃতের সংখ্যা ৩৫৭ জন, কুমারখালীতে ১১০ জন, দৌলতপুরে ১০২ জন, ভেড়ামারা ৭৬ জন, মিরপুর ১১৮ জন এবং খোকসা উপজেলার ৩৭ জন। 
 
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হলেও গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কুষ্টিয়ায় এর সংক্রমণ কমতে শুরু করেছে। 

জেলা সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। তবে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে এখনো হাসপাতালে রোগীর চাপ তেমন একটা নেই বললেই চলে। 

হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৮৬ জন। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক