খুলনার রূপসায় অভিযান চালিয়ে রাঙ্গু সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেলের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার যুবক রূপসার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (২০ মে) গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, আইচগাতি ইউনিয়নের ঠান্ডার বাগান এলাকায় সোহেল অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাঙ্গু সোহেলকে গ্রেপ্তার করেন। সোহেল গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে রূপসা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সোহেলের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে খুলনা জেলহাজতে পাঠানো হয়েছে।