খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট আলোচনার টেবিলে বসে সমাধান করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েট কর্মচারী সমিতির নেতারা।
আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। উপাচার্যের সমর্থনে কর্মচারী সমিতির উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়।
কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, সমাধান করুন—এই বিশ্ববিদ্যালয় যেন সুন্দরভাবে চলে, বিশ্বের কাছে যাতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে। তাঁরা যেন বলতে পারে, “আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”’