হোম > সারা দেশ > যশোর

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের, আহত ২

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের কাঁঠালতলা থেকে মোটরসাইকেলযোগে চৌগাছায় ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে স্বাধীন (১৭) নামে এক কিশোর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাসান (১৬) ও ইমন (১৭) নামে স্বাধীনের দুই বন্ধু আহত হয়েছে। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা যায়, নিহত স্বাধীন যশোরের কাঁঠালতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিল তারা। চৌগাছার কয়ারপাড়া মোড়ে পৌঁছালে চৌগাছা থেকে যশোরের দিকে যেতে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্বাধীনদের মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই স্বাধীনের মৃত্যু হয়। মারাত্মক আহত হয় ইমন ও হাসান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস চৌগাছা স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। ইমন ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই স্বাধীনের মৃত্যু হয়েছে। অন্য দুই কিশোরকে যশোরে স্থানান্তর করা হয়েছে। তাদের একজনের একটি পা ভেঙে গেছে। আর অন্যজনের মাথায় আঘাত লেগেছে। 

এ বিষয়ে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক