হোম > সারা দেশ > কুষ্টিয়া

১২ ঘণ্টা পড় ইবির চারুকলা বিভাগের অনশন স্থগিত

ইবি প্রতিনিধি

সোমবার বিকেলে ইবি প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন চারুকলা বিভাগের ১৫ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।

তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।

ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।

বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক