হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঘোড়ার গাড়িচালকের লাশ উদ্ধারের মামলায় স্ত্রী-শাশুড়ি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল হোসেন (২১) নামের এক ঘোড়ার গাড়িচালকের লাশ উদ্ধারের ঘটনায় মামলার পর তাঁর স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লাশ উদ্ধারের পর রাতে রুবেলের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় মামলাটি করেন।

গতকাল সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকার রাস্তার পাশ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ঘটনায় রাতে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে রুবেলের স্ত্রী মারজিয়া খাতুন, শাশুড়ি মর্জিনা খাতুনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

রুবেলের মা পপি খাতুন বলেন, প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর এক বছর আগে শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার বাবার বাড়িতে তাঁর দ্বিতীয় স্ত্রীর মৃত সন্তান হয়। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর ভাই মিঠু শেখ মোবাইল ফোনে রুবেলকে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সোমবার ভোরে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। রুবেলের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়িকে থানায় নেওয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার