হোম > সারা দেশ > নড়াইল

রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, সকালে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় সালমান খন্দকার (২৭) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা এলাকায় ইটভাটাসংলগ্ন খেত থেকে মরদেহটি পাওয়া যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সালমান লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

পুলিশ ও নিহত যুবকের স্বজন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তাঁর বন্ধুরা মিলে পিকনিক করেন। লোহাগড়ার রামকান্তপুর গ্রামের মধুমতি নদীর পাড়ে পিকনিক হয়। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে আসেন সালমান। কিছু সময় পর আবার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর গভীর রাত পর্যন্ত সালমান বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার। পরিবারের লোকজন তাঁর মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পান। রাতে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে উপজেলার কাউলিডাঙ্গা বিলের মধ্যে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সালমানের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে ধারালো দেশীয় অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার