খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরার কারণে মাঠে নামতে পারেননি শিক্ষার্থীরা। আজ সোমবার নগরীর পিটিআই মোড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগেই সেখানে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। শিক্ষার্থীদের কয়েকজন পিটিআই মোড়ের দিকে গেলেও পুলিশ দেখে সরে আসেন।
এ ছাড়া নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে পারেন দিনভর এমন গুঞ্জন ছিল। সকাল থেকে সেখানেও মোতায়েন ছিল পুলিশ। ফলে সেখানে যাননি শিক্ষার্থীরা। এ দুটি এলাকা ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে টহল দেয় পুলিশ।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল গেটে কর্মসূচি শুরু হয়।