হোম > সারা দেশ > যশোর

যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, আটক ৬ 

যশোর প্রতিনিধি

৯ দফা দাবিতে যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ দেয়। এরপর সেখান থেকে অন্তত ছয়জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 

আজ বুধবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময় এ ঘটনা ঘটে। 

এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা ও আন্দোলনকে ঘিরে গোটা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন পয়েন্ট মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। 

এর আগে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হয়ে যশোর পৌরসভার সামনে জড়ো হন। এ সময় মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

পরে শহরের ঈদগাহ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ বাধা দিলে তারা সেটা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকেন। এরপর যশোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে মিছিলটি পৌঁছায়। সেখানে পুলিশ ও ডিবির সদস্যরা এলোপাতাড়ি লাঠিপেটা করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। ঈদগাহ মোড় থেকে রনি, আকাশ, রানা, তৌহিদুল, রিয়াজ ও ইব্রাহিম নামে ছয়জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘পূর্ব নির্ধারিত কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাধা দিয়ে আটক করে আমাদের আন্দোলন প্রতিহত করা যাবে না। আমরা রাজপথে ছিলাম, থাকব।’ 

অপরদিকে ছয় শিক্ষার্থীকে আটকের বিষয়ে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার