বাগেরহাটের ফকিরহাটে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আ. সামাদ শেখ (৪০), মহসিন শেখ (৪০), মো. রিপন (৪৫), খান লিয়াকত আলী (৫০) ও দেলোয়ার হোসন (৪২)। আটক ব্যক্তিরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় আগে করা নাশকতা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।