হোম > সারা দেশ > যশোর

যশোরে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান ও দোকান উচ্ছেদ

যশোর প্রতিনিধি

যশোর শহর যানজটমুক্ত করতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ফুটপাত থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে। গত রোববার থেকে এই অভিযান শুরু হয়। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

দুই দিনে শতাধিক অটোরিকশা জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত থেকে দুই শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। তাঁরা বলছেন, এই অভিযানের ফলে দরিদ্র শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফুটপাত দখলকারী বহুতল ভবন মালিক ও অবৈধ অটোরিকশার মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জানা গেছে, যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে যানজটে নিরসনে এই অভিযান শুরু করেছে পৌরসভা। পৌরবাসীর যানজটের হাত থেকে স্বস্তি দিতে পুরো রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদের নেতৃত্বে পৌরসভার কর্মী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। শহরের দড়াটানা, জজকোর্ট মোড়, হাসপাতাল মোড়, চিত্রার মোড়, থানার মোড় এলাকা থেকে শতাধিক ইজিবাইক, ইঞ্জিনচালিত অটোরিকশা জব্দ করা হয়।

হরিদাস নামের এক রিকশাচালক বলেন, ‘অটোরিকশা নিয়ে শহরে এসেছিলাম। অভিযানে আমার রিকশা জব্দ করেছে। আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। কবে রিকশা হাতে পাব জানি না, অপেক্ষায় আছি। সুদ করে টাকা জোগাড় করে রিকশা ছাড়াতে এসেছি।’

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বলেন, ‘মোটরচালিত অটোরিকশার কোনো অনুমতি নেই। রমজান মাসে শহরে যানজট কমাতে এবং জনজীবনে চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে শুরু করেছি। অভিযান পরিচালনার আগে সতর্ক করতে দুই দিন আগে মাইকিং করা হয়েছে।  জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। গ্যারেজমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাব।’

যশোরের ট্রাফিক বিভাগের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘পৌরসভা ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে জব্দ অবৈধ অটোরিকশাচালকদের জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের সতর্ক করা হচ্ছে।’

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক