হোম > সারা দেশ > যশোর

যশোরে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান ও দোকান উচ্ছেদ

যশোর প্রতিনিধি

যশোর শহর যানজটমুক্ত করতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ফুটপাত থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে। গত রোববার থেকে এই অভিযান শুরু হয়। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

দুই দিনে শতাধিক অটোরিকশা জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত থেকে দুই শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। তাঁরা বলছেন, এই অভিযানের ফলে দরিদ্র শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফুটপাত দখলকারী বহুতল ভবন মালিক ও অবৈধ অটোরিকশার মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জানা গেছে, যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে যানজটে নিরসনে এই অভিযান শুরু করেছে পৌরসভা। পৌরবাসীর যানজটের হাত থেকে স্বস্তি দিতে পুরো রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদের নেতৃত্বে পৌরসভার কর্মী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। শহরের দড়াটানা, জজকোর্ট মোড়, হাসপাতাল মোড়, চিত্রার মোড়, থানার মোড় এলাকা থেকে শতাধিক ইজিবাইক, ইঞ্জিনচালিত অটোরিকশা জব্দ করা হয়।

হরিদাস নামের এক রিকশাচালক বলেন, ‘অটোরিকশা নিয়ে শহরে এসেছিলাম। অভিযানে আমার রিকশা জব্দ করেছে। আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। কবে রিকশা হাতে পাব জানি না, অপেক্ষায় আছি। সুদ করে টাকা জোগাড় করে রিকশা ছাড়াতে এসেছি।’

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বলেন, ‘মোটরচালিত অটোরিকশার কোনো অনুমতি নেই। রমজান মাসে শহরে যানজট কমাতে এবং জনজীবনে চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে শুরু করেছি। অভিযান পরিচালনার আগে সতর্ক করতে দুই দিন আগে মাইকিং করা হয়েছে।  জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। গ্যারেজমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাব।’

যশোরের ট্রাফিক বিভাগের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘পৌরসভা ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে জব্দ অবৈধ অটোরিকশাচালকদের জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের সতর্ক করা হচ্ছে।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক