ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের একটি কলাখেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসলাম হোসেন (৪৬)। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
মৃতদেহের পাশ থেকে শাবল, পলিথিনে রাখা বেগুন-শিম, নগদ টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে কিছু দূরে একটি আমবাগানে রক্তমাখা শীতের কিছু কাপড়, কাঁচি পাওয়া যায়।
আসলাম হোসেন পাবনা জেলার চাটমোহর থানার বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কলাখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মেম্বার ও চেয়ারম্যানকে জানালে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ আসলাম হোসেনের বলে শনাক্ত করে। তবে এই ব্যক্তিকে আমাদের এলাকায় আগে কখনো দেখিনি আমরা।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, আজ শনিবার ভোরের দিকে শাবল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা, ঠিক কী কারণে এবং কীভাবে হত্যা করেছে—বিষয়টি তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।