হোম > সারা দেশ > ঝিনাইদহ

কলাখেতে পড়ে ছিল রক্তাক্ত লাশ, পাশে মিলল শাবল-কাঁচি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের একটি কলাখেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসলাম হোসেন (৪৬)। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। 
 
মৃতদেহের পাশ থেকে শাবল, পলিথিনে রাখা বেগুন-শিম, নগদ টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে কিছু দূরে একটি আমবাগানে রক্তমাখা শীতের কিছু কাপড়, কাঁচি পাওয়া যায়। 

আসলাম হোসেন পাবনা জেলার চাটমোহর থানার বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কলাখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মেম্বার ও চেয়ারম্যানকে জানালে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ আসলাম হোসেনের বলে শনাক্ত করে। তবে এই ব্যক্তিকে আমাদের এলাকায় আগে কখনো দেখিনি আমরা।’

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম জানান, আসলাম হোসেন হয়তো এখানে কাজের সন্ধানে এসেছিলেন। কিন্তু রামনগর গ্রামের কোনো বাড়িতে তিনি কাজ করতেন না। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

ধারণা করা হচ্ছে, আজ শনিবার ভোরের দিকে শাবল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা, ঠিক কী কারণে এবং কীভাবে হত্যা করেছে—বিষয়টি তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি