হোম > সারা দেশ > ঝিনাইদহ

কলাখেতে পড়ে ছিল রক্তাক্ত লাশ, পাশে মিলল শাবল-কাঁচি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের একটি কলাখেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসলাম হোসেন (৪৬)। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। 
 
মৃতদেহের পাশ থেকে শাবল, পলিথিনে রাখা বেগুন-শিম, নগদ টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে কিছু দূরে একটি আমবাগানে রক্তমাখা শীতের কিছু কাপড়, কাঁচি পাওয়া যায়। 

আসলাম হোসেন পাবনা জেলার চাটমোহর থানার বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কলাখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মেম্বার ও চেয়ারম্যানকে জানালে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ আসলাম হোসেনের বলে শনাক্ত করে। তবে এই ব্যক্তিকে আমাদের এলাকায় আগে কখনো দেখিনি আমরা।’

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম জানান, আসলাম হোসেন হয়তো এখানে কাজের সন্ধানে এসেছিলেন। কিন্তু রামনগর গ্রামের কোনো বাড়িতে তিনি কাজ করতেন না। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

ধারণা করা হচ্ছে, আজ শনিবার ভোরের দিকে শাবল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা, ঠিক কী কারণে এবং কীভাবে হত্যা করেছে—বিষয়টি তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার