বাগেরহাটের চিতলমারীতে প্রেমিকার বিয়ের খবর শুনে প্রশান্ত বিশ্বাস (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে চরবানিয়ারী ইউনিয়নের চরখলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত প্রশান্ত বিশ্বাস চরবানিয়ারী ইউনিয়নের চরখলিশাখালী গ্রামের শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
মৃতের বাবা শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘প্রায় ১০ বছর ধরে চিতলমারী উপজেলা সদরের এক মেয়ের সঙ্গে প্রশান্তের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পারিবারিকভাবে মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে তাঁর বাবা মানা করে দেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে আমার ছেলে প্রশান্ত। এরই মধ্যে গত ৮ ডিসেম্বর রাতে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এ খবর শুনে গতকাল দিবাগত রাতে বাড়ির পাশের আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আমার ছেলে।’
এ বিষয়ে চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।