হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশের পাঁচ বনজীবী ভারতীয় বনরক্ষীদের হাতে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশের পাঁচ বনজীবীকে আটক করেছে ভারতীয় সুন্দরবনের বাগমারা স্টেশনের বনরক্ষীরা। ভারতীয় সীমানায় গিয়ে মধু সংগ্রহের অভিযোগে গত শুক্রবার দুপুরে গুরকুন্ড জঙ্গল থেকে তাঁদের আটক করা হয়। গত শনিবার সকালে আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

আটক বনজীবীরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আসাদুল ইসলাম, অলিউর রহমান, মফিজুর রহমান, আলমগীর গাজী ও শেখ শহিদুল ইসলাম।

আটক আসাদুল ইসলামের ভাই খোকন গাজী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তাঁরা পাঁচজন গত ১৭ এপ্রিল সুন্দরবনে যান। সুন্দরবনের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় ভারতীয় বনরক্ষীরা তাঁদের আটক করে কোস্টাল থানায় সোপর্দ করে। এ সময় তাঁদের সংগৃহীত চার মণ মধু, মোমসহ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানকার বনরক্ষীরা নিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ায় এসব বনজীবীকে আটক করা হয়েছে। ভারতীয় বনরক্ষীদের ‘অপারেশন গোল্ডেন হানি’ চলার সময় সেখানকার সুন্দরবনে বাইরের বনজীবীদের উপস্থিতি টের পেয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার