হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে কাঠবোঝাই গাড়ি উল্টে পড়ল রিকশার ওপর, নিহত ১ 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পৌরসভার সামনে কাঠবোঝাই লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে গিয়ে রিকশার ওপর পড়ার ঘটনা ঘটেছে। এর নিচে পড়ে মোজাম্মেল হক (৫০) নামের এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাচালক আব্দুল আলিম। আজ বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মেহেরপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক। এ ছাড়া তিনি সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, ‘নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অবৈধ যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যায় অফিস শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক। মেহেরপুর পৌরসভার সামনে পৌঁছালে কাথুলীগামী কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রিকশার ওপর। এতে মোজাম্মেল হক ও রিকশাচালক আব্দুল আলিমকে গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। হাসপাতালের চিকিৎসকেরা মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং আলিমকে হাসপাতালে ভর্তি করেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা