হোম > সারা দেশ > যশোর

চাচা-ভাতিজার দ্বন্দ্ব, নাতির শাবলের আঘাতে দাদার মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চাচা-ভাতিজার দ্বন্দ্বে ভাতিজার ছেলের শাবলের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রোববার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৬০) দেলোয়ার দফাদারের ছেলে।

শাবলের আঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে আরিফও আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমানের (৬০) সঙ্গে তাঁর ভাতিজা মফিজুর রহমান (৪৫) ও আজিজুর রহমানের (৫০) জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে চারটার দিকে আব্দুর রহমানের সঙ্গে তাঁর ভাতিজাদের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুরের ছেলে ইসমাইল (২৬) তাঁর হাতে থাকা শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান। 

মৃত আব্দুর রহমানের ছেলে ও আত্মীয়স্বজনের অভিযোগ, হাসপাতালে ডাক্তার না থাকায় তাঁর বাবা অবহেলায় মারা গেছেন। 

যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা