হোম > সারা দেশ > খুলনা

করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে ২৭ ও ২৮ জুন রোডমার্চের পরিকল্পনা সিপিবির

খুলনা প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’-এ বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি (ইউনূস) যদি দেশের মঙ্গল চান, তাহলে লন্ডন থেকে অথবা লন্ডন থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তা না হলে বাম শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিউনিস্ট পার্টি পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

খুলনা প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ‘মিট দ্য প্রেস’-এ রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। সেই সঙ্গে করিডর ও চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির পরিকল্পনার কথা জানান তিনি।

সিপিবির এই নেতা বলেন, ২০২৪ সালের আন্দোলনে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রয়োগ ও বৈষম্য দূর করা। কাজেই সংস্কারকাজে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্যে পৌঁছেছে, সেগুলো বজায় রেখে বাকিটা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত। জনগণের রায়ে নির্বাচিত সরকারই বাকি সংস্কার এগিয়ে নেবে।

রুহিন হোসেন বলেন, ‘আমরা রাখাইনদের করিডর ও বন্দর বিদেশিদের লিজ দেব না। ভূরাজনৈতিক কারণে আধিপত্যবাদীরা এটি করতে চাইলে আমরা ঐক্যবদ্ধভাবে কথা বলব।’

ড. ইউনূসের উদ্দেশে রুহিন হোসেন বলেন, ‘বল এখন আপনার কোর্টে। আপনি নতুন যে সংকট তৈরি করছেন, তা নিরসন আপনাকেই করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন আগের চেয়ে নির্বাচনী খরচ বাড়িয়েছে। এটা খুবই দুঃখজনক।’

এপ্রিল মাসে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার সমালোচনা করে সিপিবি নেতা বলেন, এপ্রিল মাসে রোজা, পরীক্ষা, আবহাওয়াসহ বিভিন্ন কারণে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে। ফলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে।

রুহিন হোসেন বলেন, জাপান সফরকালে ড. ইউনূস বলেছেন, একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। অথচ কমিউনিস্ট পার্টিসহ অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক—আমরা তা চাই না। কিন্তু তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, সে বিষয়ে তাদের কোনো অনুশোচনা নেই। দেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি সামনে আসার সুযোগ পাবে।’

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হতে যাওয়া বৈঠক ইতিবাচক বলে মন্তব্য করে প্রিন্স বলেন, বল এখন সরকারের কোর্টে।

অনুষ্ঠানে সিপিবির নেতা এস এ রশীদ, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার