হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ অপসারণ, জাল ধ্বংস

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। এ ছাড়া ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরে ভৈরব নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

এ নিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দীন ইসলাম বলেন, ‘স্থানীয় প্রভাবশালীরা ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন করছে বলে কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরের বাসিন্দারা লিখিত অভিযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্রের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বাঁধ অপসারণ করা হয়। আর ২০০ মিটার কারেন্ট ও চায়না জাল ধ্বংস করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র বলেন, ‘উপজেলা মৎস্য অফিসে অভিযোগ ছিল, কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরে ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দেশীয় প্রজাতির মাছ নিধন করছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বাঁধ অপসারণ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী