হোম > সারা দেশ > খুলনা

বাবা–মাকে হত্যার দায়ে যশোরে ছেলের মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি

নিজ বাবা–মাকে হত্যার দায়ে আসামি মিলন উদ্দিনকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। 

আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, আসামি মিলন উদ্দীন উচ্ছৃঙ্খল প্রকৃতির যুবক। তিনি বাবা–মার কাছ থেকে টাকা নিয়ে সারা দিন ঘুরে বেড়াতেন। কাজকর্ম করার কথা বললে শুনতেন না। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর সকালে তার বাবা মহির উদ্দীনের (৬২) কাছে হাত খরচের জন্য দুই হাজার টাকা চায়। টাকা না দেওয়ায় মিলন ঘরে থাকা ধারাল গাছি দাঁ দিয়ে নিজ বাবাকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। 

এ সময় তার মা আনোয়ারা বেগম (৫৫) ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করেন। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির ও আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ভাই হুমায়ুন কবির। 

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক জুয়েল অধিকারী আসামি মিলন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দেন। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে জেলার বাঘারপাড়ার গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় দেবর মো. শাহাবুদ্দিনকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানার রায় দেন পৃথক আরেকটি আদালত। একই রায়ে নিহতের স্বামী–শাশুড়িকে বেকসুর খালাস দেওয়া হয়।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ