হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই দপ্তরে নতুন মুখ

ইবি প্রতিনিধি

শেখ মো. আব্দুর রউফ ও মো. সাহেদ হাসান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুজন দপ্তরপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁদের নিয়োগ দিয়েছে ইবি প্রশাসন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন। দুজনই বিধি মোতাবেক এসব পদের সব সুবিধা পাবেন।

ইবি প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

নবনিযুক্ত তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’

নবনিযুক্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ বলেন, ‘এ দায়িত্বকে একটি আমানতদারিতা মনে করছি। পরিবহনব্যবস্থাকে ছাত্রবান্ধব করার জন্য যা করা দরকার, সেটাই করার চেষ্টা করব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার