হোম > সারা দেশ > যশোর

যশোরে বিএনপি নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা ও ভাংচুর 

যশোর প্রতিনিধি

যশোরে বিএনপি নেতার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে হেলমেট পরা এক দল দুর্বৃত্ত। আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা ও থাই গ্লাস ভাংচুর করা হয়। তবে কেউ আহত হননি। 

বাড়ির মালিক ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, ‘শনিবার দুপুরে বাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল। গাড়িটি বিকেল ৩টার দিক নারাঙ্গালী বাজারে দিকে চলে যায়। কিছুক্ষণ পরে মোটরসাইকেলে হেলমেট পরিহিত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এসে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা, থাই গ্লাস ভাংচুরসহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। আমার বাসার জায়গায় আশা এনজিওর অফিস। তাদেরকেও রেহায় দেয়নি। হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের এমন তাণ্ডব গোটা এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’ 

এ বিষয়ে জানতে শনিবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, পরিদর্শক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। আর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার