যশোরে বিএনপি নেতার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে হেলমেট পরা এক দল দুর্বৃত্ত। আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা ও থাই গ্লাস ভাংচুর করা হয়। তবে কেউ আহত হননি।
বাড়ির মালিক ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, ‘শনিবার দুপুরে বাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল। গাড়িটি বিকেল ৩টার দিক নারাঙ্গালী বাজারে দিকে চলে যায়। কিছুক্ষণ পরে মোটরসাইকেলে হেলমেট পরিহিত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এসে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা, থাই গ্লাস ভাংচুরসহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। আমার বাসার জায়গায় আশা এনজিওর অফিস। তাদেরকেও রেহায় দেয়নি। হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের এমন তাণ্ডব গোটা এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’