হোম > সারা দেশ > যশোর

যশোরে বিএনপি নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা ও ভাংচুর 

যশোর প্রতিনিধি

যশোরে বিএনপি নেতার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে হেলমেট পরা এক দল দুর্বৃত্ত। আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা ও থাই গ্লাস ভাংচুর করা হয়। তবে কেউ আহত হননি। 

বাড়ির মালিক ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, ‘শনিবার দুপুরে বাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল। গাড়িটি বিকেল ৩টার দিক নারাঙ্গালী বাজারে দিকে চলে যায়। কিছুক্ষণ পরে মোটরসাইকেলে হেলমেট পরিহিত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এসে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা, থাই গ্লাস ভাংচুরসহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। আমার বাসার জায়গায় আশা এনজিওর অফিস। তাদেরকেও রেহায় দেয়নি। হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের এমন তাণ্ডব গোটা এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’ 

এ বিষয়ে জানতে শনিবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, পরিদর্শক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। আর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে।’

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ