হোম > সারা দেশ > যশোর

যশোরে রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার অভিযোগ, নেতা-কর্মীদের ক্ষোভ

যশোর প্রতিনিধি


যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত এসব অভিযোগ করা হয়। 

এটি সাধারণ নেতা-কর্মী ও সমর্থকদের ওপর বোঝা চাপিয়ে দেওয়ার মতো বলে সম্মেলনে উল্লেখ করা হয়। স্থানীয় এমপি রণজিৎ কুমার রায় নিজের আধিপত্য বিস্তারের জন্য কাজটি করেছেন বলে সম্মেলনে জানানো হয়। 

স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান নাসির, রায়পুর ইউনিটের সাবেক কমান্ডার ইরাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইয়াকুব আলী, উতার হোসেন, আওয়ামী লীগের নেতা ফয়সাল আহমেদ মিল্টন, বায়েজিদ হোসেন প্রমুখ। 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিল্লাল হোসেনের বাবা মোহাম্মদ আলী তৎকালীন ইউনিয়ন পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন। এসব জানার পরও বাঘারপাড়া-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায় তাঁকে মনোনয়ন পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংসদ রণজিৎ নিজের অবস্থান টিকিয়ে রাখতে বিল্লাল হোসেনের মতো রাজাকার ও যুদ্ধাপরাধী পরিবারের অনেককেই আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় আওয়ামী লীগ এর প্রতিবাদ করলেও তা কানে তোলেননি সাংসদ। বরং তিনি সবার মতামত উপেক্ষা করে কেন্দ্রকে ভুল বুঝিয়ে অভ্যন্তরীণ কোন্দল উসকে দিয়েছেন। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার