হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

ওপর দিয়ে হাঁটার সময় এক শিক্ষার্থী। এ সময় একটি ট্রেন এসে তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় ওই শিক্ষার্থী ট্রেনলাইনের বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। 

নিহত শিক্ষার্থী সাইফুল ইসলাম (১৬) ইউনিয়নের জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের ছাত্র এবং দরবেশপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এলাকাবাসী জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল কানে হেডফোন লাগিয়ে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনের ওপর কুমারখালীর সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকার হাঁটছিল। এ সময় নকশিকাঁথা নামক ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ট্রেনলাইনের বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়। 

এ বিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, কানে হেডফোন লাগিয়ে হাঁটছিল সে। এ সময় পেছন থেকে একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মারা যায়। 

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অফিসার ফোর্স পাঠানো হয়েছে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি