হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদ্‌যাপিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে কুষ্টিয়ায় আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি) সাংবাদিক পিনু/খোকন মিলনায়তনে এ সব অনুষ্ঠান হয়। 

আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। 

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহামুদ হাসানের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামিম আদনান প্রমুখ। অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। পরে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা। 

আলোচনা অনুষ্ঠান শেষে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক