যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে ৩০০ মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে তা ধ্বংস করেছে উপজেলা মৎস্য কার্যালয়। আজ মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, অবৈধভাবে মাছ নিধনের খবর পেয়ে উপজেলার নওয়ালী এলাকায় কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি (নিষিদ্ধ জাল) জাল জব্দ করা হয় এবং সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে ঘটনাস্থলে কোনো আসামিকে পাওয়া যায়নি।
শাহজাহান সিরাজ আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দেশীয় প্রজাতির মাছকে ব্যাপকভাবে ধ্বংস করে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।