হোম > সারা দেশ > খুলনা

পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের খাজুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই বছর পর আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল ৩টার দিকে আবুল হোসেন (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আবুল হোসেন খাজুরা পশ্চিম পাড়া এলাকার সালামত মণ্ডলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। ওই সময় খাজুরা পশ্চিম পাড়ার ছাদেক মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মনোয়ার হোসেন মঙ্গল গ্রুপের কয়েকজন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরে এই ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’ 

নিহতের ছেলে শাহীন বলেন, ‘বাবাকে হত্যার সময় ঘটনাস্থলে তিনজন লোক ছিল। কিন্তু তাদের চেনা যায়নি। পুলিশ যেন দ্রুত এদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করে।’ 

স্থানীয়রা আরও জানান, এর আগে জেলার পৌর এলাকার খাজুরা গ্রামে ২০২০ সালের ৯ জুন রাতে স্থানীয় জাহিদ হোসেনের নেতৃত্বে ৪০-৫০ জন বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করে। এই যোগদানের মাধ্যম ছিল জনৈক লিটন নামের এক ব্যক্তি। এর জেরে সেই ঘটনার পরদিন ১০ জুন সকালে খাজুরা গ্রামে আওয়ামী লীগ কর্মী ও স্থানীয় গ্রুপের নেতা আবুল হোসেন ও শরিফুল ইসলাম গ্রুপের সমর্থকেরা অপর স্বেচ্ছাসেবক লীগ কর্মী ফারুক হোসেনকে খাজুরা গ্রামেই কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় ফারুক হোসেন। 

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক