হোম > সারা দেশ > খুলনা

ধানখেতে পড়ে ছিল বিএনপি নেতার লাশ, পাশে মোটরসাইকেল

প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত আব্দুর রশিদ গাইন (৫২) কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের বাসিন্দা এবং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন।

আকরাম হোসেন বলেন, ‘সকালে স্থানীয়রা ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি, তার ব্যবহৃত মোটরসাইকেল পাশে পড়ে আছে। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি দুর্ঘটনার শিকার হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত আব্দুর রশিদ কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজে নিযুক্ত ঠিকাদারের নির্মাণ সামগ্রীর পাহারাদার হিসেবে কাজ করতেন। সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।’

ওসি আরও বলেন, ‘পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা