বাগেরহাটের রামপালে বরফে রাখা মাংস বিক্রির অপরাধে হারুন অর রশীদ নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৫ কেজি বরফে রাখা মাংস ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারের মাংস ব্যবসায়ী হারুন অর রশীদকে অর্থদণ্ডাদেশ দেন বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এ ছাড়া একই বাজারে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মূল্যতালিকা না থাকার অপরাধে আরও ছয়টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, সাতটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাজারের ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতন করা হয়।