হোম > সারা দেশ > খুলনা

হল খুলে দিতে খুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

খুবি প্রতিনিধি

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলসমূহ খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা সমস্যায় ভুগছে। তাই আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোনোভাবে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। 

এতে আরও বলা হয়, উল্লিখিত সময় অতিক্রম হলে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলগুলোতে অবস্থান নেওয়া শুরু করবে। এ ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সব দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে যদি হল খুলে না দেওয়া হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলে উঠব।’ 

নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা শিক্ষার্থীরা বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই হল খুলে দিতে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে হল না খোলা হলে আমরা সবাই হলে উঠব।’ 

এর গত ১৭ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তানুযায়ী সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই দিন বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

খুলনায় গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক