হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি । ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকলেও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ট্রাক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।

বেনাপোল মৎস্য অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল আলম জানান, তাঁরা পত্রপত্রিকায় দেখেছেন আখাউড়া দিয়ে ভারতে মাছ রপ্তানি হচ্ছে না। তবে বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি ও আমদানি স্বাভাবিক রয়েছে। আজ দিনভর পাঁচ ট্রাক সামুদ্রিক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে আনুমানিক ১৫ ট্রাকের মতো মাছ আমদানি হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, দেশের ১৪টি বন্দরের মধ্যে মাত্র বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানির অনুমতি রয়েছে। তবে আজ আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানি না হলেও বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি স্বাভাবিক আছে।

কিন্তু ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।

বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট ও পাটজাত পণ্য, মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, প্রক্রিয়াজাত খাবার, কেমিক্যাল, মেহগনি ফল, শুঁটকি ইত্যাদি।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক