মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামের একটি ইটভাটার অফিস ভবনের ছাদ থেকে ৫টি বোমা, বিপুল পরিমাণ রামদা এবং বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয়রা খবর দিলে মেহেরপুর থানা-পুলিশ বোমা ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে ওই ইটভাটায় কাজ করতে গিয়ে মিজান নামের এক শ্রমিক ছাদের ওপরে দুটি ব্যাগের ভেতরে জর্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি বোমা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র দেখতে পান। পরে বিষয়টি ভাটার মালিককে জানালে তিনি ভাটা মালিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বোমাসহ দেশীয় অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান, এই অস্ত্র ও বোমা কীভাবে এখানে এল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। এখনই কিছু বলা যাবে না।