হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে সন্ত্রাসীদের মাঠে নামিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী: স্বপন ভট্টাচার্য্য

যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজ যারা এতদিন ঘাপটি মেরে ছিল, তাদের সংগঠিত করছেন। এসব সন্ত্রাসীকে নিজের কর্মী পরিচয়ে নির্বাচনের মাঠে নামিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

এর আগে আজ দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী নৌকার প্রার্থীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এর পরপরই সংবাদ সম্মেলন করেন স্বপন ভট্টাচার্য্য।

স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘এস এম ইয়াকুব আলী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভোট পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তুচ্ছ ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রার্থী গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নে নিজে সঙ্গে থেকে সাত-আটটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। আমার কর্মী-সমর্থকদের পক্ষে তাঁদের প্রতিহত করার শক্তি থাকলেও তারা আমার নির্দেশে ধৈর্য ধরছে।’

সংবাদ সম্মেলনে স্বপন ভট্টাচার্য্য দাবি করেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালা মেনে মনিরামপুরে প্রচারকাজ চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিরপেক্ষ পরিবেশে প্রচারকাজে সুযোগ পাচ্ছে। নৌকার পক্ষে জনগণের সাড়া মনিরামপুরে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। কিন্তু ভিত্তিহীন অভিযোগ তুলে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি