হোম > সারা দেশ > যশোর

রাস্তার ওপর মঞ্চ, নৌকা ও ঈগলের দুই এজেন্টকে জরিমানা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোরের মনিরামপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রোববার বেলা ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার খেদাপাড়া বাজার, হেলাঞ্চি মোড় ও কোমলাপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান অভিযান চালিয়ে চারজনকে জরিমানা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, হেলাঞ্চি গ্রামের সিদ্দিকুর রহমান, মোহনপুর গ্রামের ফাহিম হোসেন ও দুর্গাপুর গ্রামের রুবায়েত হোসেন রকি। তাঁরা চারজন নৌকা ও ঈগল প্রতীকের সমর্থক। 

সহকারী কমিশনার আলী হাসান বলেন, রোববার বিকেলে খেদাপাড়া বাজারে রাস্তার ওপরে নৌকা প্রতীকের সভামঞ্চ তৈরি করায় মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকা, হেলাঞ্চি মোড়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের দেয়ালের সঙ্গে নৌকার পোস্টার ঝোলানোর অভিযোগে সিদ্দিকুর রহমানকে দুই হাজার টাকা, খেদাপাড়া বাজারে বিদ্যালয়ের ফটকে ঈগল প্রতীকের প্রার্থী এস এম ইয়াকুব আলীর ব্যানার ঝোলানোর অপরাধে ফাহিম হোসেনকে পাঁচ হাজার টাকা ও কোমলাপুর বাজারে  ঈগলের প্রচারমঞ্চ তৈরি করায় রুবায়েত হোসেন রকিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া শনিবার বিকেলে ঢাকুরিয়া এলাকায় ঈগলের পক্ষে মোটরসাইকেলে শোডাউন করায় সজিব হোসেন নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি