হোম > সারা দেশ > খুলনা

বিয়ের আসর থেকে পালানোর অভিযোগ, বরের বাবাসহ গ্রেপ্তার ৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ‘দাবি করা যৌতুক না পাওয়ায়’ বিয়ের আসর থেকে বর পালানোর অভিযোগে মামলা দায়ের করে কনের পরিবার। পরে এ ঘটনায় বর, তাঁর বাবা ও ভাইকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার উপজেলার মেছাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল এলাকার আলিয়া মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার মোল্লা, তাঁর বড় ছেলে শিবলী হাসান মোল্লা (বর), ছোট ছেলে সাব্বির হাসান।

মামলার বিবরণে জানা যায়, শুক্রবার শিবলীর সঙ্গে ওই তরুণীর বিয়ের দিন ধার্য হয়। সে অনুযায়ী ঘটনার দিন জুমার নামাজের পর ছেলেপক্ষ বিয়ের সাজে ৩৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হয়। এ সময় বরের বাবা ও ছোট ভাইয়ের পরামর্শে বিয়ের আগেই যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। মেয়ের বাবা দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর ওই বরকে খোঁজার নাম করে বরযাত্রীর লোকজনও একে একে স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় উপায় না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই ডুমুরিয়া থানার পুলিশ বরসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ‘এ ঘটনায় যৌতুক আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার পরপরই আসামি বর শিবলী হাসান, পিতা আব্দুস সাত্তার ও ছোট ভাই সাব্বির হাসানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ