হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এআইইউবি'র শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি'র শিক্ষক মাইনুর রহমান মুন্নার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ দুপুর ১টার দিকে মুন্নাসহ তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। সে সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

নিহত মাইনুর রহমান মুন্না (২৭) পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার আব্দুল মমিন বিশ্বাসের ছেলে। তিনি এআইইউবি'র সিএসই বিভাগে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে মুন্না ও তাঁর দুই বন্ধু সবুজ এবং মামুন পানিতে গোসল করার জন্য মাথাভাঙ্গা নদীতে নামে। এ সময় মুন্না পানিতে ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ সময় তাঁর দুই বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা সবাই ব্যর্থ হলে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে নেমে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। সে সময় খুঁজে না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার