হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এআইইউবি'র শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি'র শিক্ষক মাইনুর রহমান মুন্নার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ দুপুর ১টার দিকে মুন্নাসহ তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। সে সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

নিহত মাইনুর রহমান মুন্না (২৭) পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার আব্দুল মমিন বিশ্বাসের ছেলে। তিনি এআইইউবি'র সিএসই বিভাগে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে মুন্না ও তাঁর দুই বন্ধু সবুজ এবং মামুন পানিতে গোসল করার জন্য মাথাভাঙ্গা নদীতে নামে। এ সময় মুন্না পানিতে ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ সময় তাঁর দুই বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা সবাই ব্যর্থ হলে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে নেমে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। সে সময় খুঁজে না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার