হোম > সারা দেশ > খুলনা

অসুস্থ সাবেক দুই এমপিকে জামিন দিলেন ঝিনাইদহের আদালত

ঝিনাইদহ প্রতিনিধি

তাহজীব আলম সিদ্দিকী–নায়েব আলী জোয়ারদার

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় সাত দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। সন্ধ্যায় তাঁরা জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাহজীব আলম সিদ্দিকী সমির তিন মামলা এবং নায়েব আলী জোয়ারদারের দুই মামলায় জামিন আবেদন করা হয়। শারীরিক অসুস্থতা জনিত নানা কারণে তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মনজুর করেন আদালত। নায়েব আলী জোয়ারদারকে ১ ডিসেম্বর এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে ১৪ ডিসেম্বর পুনরায় আদালতে হাজির হতে হবে।’

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে নায়েব আলী জোয়ারদারকে শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে র‍্যাব। তাঁকে ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর–অগ্নিসংযোগের মামলা এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে সদর থানা-পুলিশের রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অপরদিকে ৭ নভেম্বর রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র‍্যাব। ঝিনাইদহ থানা–পুলিশ তাঁকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

তাঁকে ২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা ও ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক