হোম > সারা দেশ > খুলনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি নিয়ে আগামীকাল রোববার সকাল সাড়ে ৬টায় প্রেস ব্রিফিং করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সকাল ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা হবেন তাঁরা। আজ শনিবার সন্ধ্যায় কুয়েটে আন্দালনরত শিক্ষার্থী রাহাত এ তথ্য জানিয়েছেন। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে ভিসির পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরবেন।

এদিকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টারিং করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসের দেয়ালে ব্যাপক পোস্টারিং করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে ওই সময় উপাচার্য মো. মাসুদ বাসভবনে ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে কুয়েটে সংঘটিত সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সমিতি। শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে কিছু শিক্ষার্থী উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশোভন আচরণ করেছেন। এ ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে সমিতি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার