হোম > সারা দেশ > যশোর

৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দুর্গাপূজার টানা পাঁচ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। নিস্তেজ হয়ে পড়া বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। এদিকে টানা বন্ধের কারণে বন্দরে বেড়েছে পণ্যজট। ব্যবসায়ীরা যাতে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন, সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

বন্দর সূত্রে জানা গেছে, দেশের স্থলপথে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়, এর ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৫০০ ট্রাকে পণ্য আমদানি ও ৩০০ ট্রাকে পণ্য রপ্তানি হয়। দুর্গাপূজায় গত বুধবার থেকে রোববার পর্যন্ত টানা পঅঁচ দিন বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ ছুটি শেষ হওয়ায় সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। 

ট্রাকচালক রহমত বলেন, পূজার ছুটির কারণে তিনি বেনাপোল বন্দরে পাঁচ দিন আটকা পড়েছিলেন। এখন বন্দর খোলায় রপ্তানিপণ্য নিয়ে ভারতে যাচ্ছেন। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পাঁচ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে পণ্যজট ও যানজট দেখা দিয়েছিল। আজ সকাল থেকে বাণিজ্য শুরু হওয়ায় এই পণ্যজট কমতে শুরু করেছে। 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, বন্দরের যাঁরা পূজার ছুটিতে ছিলেন, তাঁরা কর্মস্থলে ফিরেছেন। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সংশ্লিষ্টদের সে নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক